স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : রবিবার ৭ রামনগর মণ্ডলের উদ্যোগে রাজাধানীর এডভাইজার চৌমুহনীতে হয় যোগদান সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের যোগদান সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি-র প্রদেশ সভাপতি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান ফের একবার লোকসভা নির্বাচনে বিজেপি-র হাতকে শক্তিশালী করার জন্য। ত্রিপুরার উন্নয়নের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নিতে বার্তা দেন তিনি।
তারজন্য লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে যিনি বিজেপি-র প্রার্থী হবেন তাকে ৭ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে কম করেও ১৫ হাজার ভোটের ব্যবধান দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করার জন্য দলীয় কর্মী, কার্যকর্তা ও নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কিছু বিধায়কের নীতি আদর্শ নেই। তাদের নীতি কমিউনিস্টদের লেজুর বৃত্তি করা। তাদের রাজ্যের মানুষ মেনে নেয়নি বলে কটাক্ষ করেন তিনি। এদিন বিরোধী দল ত্যাগ করে ৬৫০ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।