স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : পুলিশকে চ্যালেঞ্জ করে আবারো শহরে দুঃসাহসিক ঘটনা সংগঠিত হয়। ঘটনা রাজধানীর দক্ষিণ জয়নগর এলাকায়। নিয়ে যায় রান্নার গ্যাস সিলিন্ডার, স্বর্ণালংকার, বাইসাইকেল সহ অন্যান্য সামগ্রী। জানা যায় এলাকার বাসিন্দা নির্মল দাস শনিবার সন্ধ্যা রাতে তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যান।
সেই সময় তার বাড়ি ছিল খালি। রবিবার সকালে পাশের বাড়ির লোকজন নির্মল দাসের গেট এবং দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি সন্দেহ করেন। তারা বাড়িতে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির মালিক নির্মল দাসকে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসে বাড়ির মালিক নির্মল দাস। এবং চুরির বিষয়টি দেখতে পেয়ে হতভঙ্গ হয়ে পড়ে। খবর দেওয়া হয় এডি নগর থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন।
বাড়ি মালিক নির্মল দাস জানান খালিবাড়ি থাকার কারণে চোরের দল প্রথমে তার বাড়ির গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে, তারপর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে একটি বাই সাইকেল, গ্যাস সিলিন্ডার, স্বর্ণ অলংকার সহ ঘরে থাকা ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে সর্বহারা নির্মল দাস কান্নায় ভেঙে পড়েন। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে। কিন্তু আর কত চুরির ঘটনা সংঘটিত হলো পুলিশের কুম্ভ নিদ্রা ভাঙ্গবে তা নিয়ে জনমনে এক প্রকার ভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে।