Monday, July 28, 2025
বাড়িরাজ্যচারটি দোকান, একটি ন্যায্য মূল্যের দোকান সহ এক বাড়িতে চোরের হানা

চারটি দোকান, একটি ন্যায্য মূল্যের দোকান সহ এক বাড়িতে চোরের হানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : সোমবার গভীর রাতে উত্তর জেলার কদমতলা থানাধীন নতুন বাজারে চারটি দোকান, একটি ন্যায্যমূল্যের দোকান সহ একটি বাড়িতে হানা দেয় চোরের দল। জানা যায় আরো একটি  দোকানের তালা ভাঙ্গে চোরের দল। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে এই দৃশ্য নজরে আসে দোকানমালিকদের। চুরি যাওয়া দোকান গুলি হল একটি ন্যায্যমূল্যের দোকান, দুটি মুদীখানার দোকান , দুটি সেলুন ও একটি বাড়ি। নতুন বাজার কমিটির সম্পাদক সানি দাস জানান সোমবার গভীর রাতে নতুন বাজার এলাকায় এই চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল।

দুটি মুদির দোকান থেকে নগদ অর্থ সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরের দল। এই দোকান গুলির মালিক প্রণব কুমার নাথ ও নেহারেন্দু  দাস। এছাড়া দুটি সেলুন থেকে চুল কাটার বিভিন্ন জিনিসপত্র সহ নগদ পাঁচশো টাকা চুরি করা হয়েছে জানান সেলুন দোকান মালিক উজ্জল চন্দ ও লিটন চন্দ। অপরদিকে ন্যায্যমূল্যের দোকানের মালিক রঞ্জিত নাথ জানান তার দোকানে প্রবেশ করে ৫০ কেজি চিনি,  ৮ থেকে ১০ কুইন্টাল চাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এদিকে একই রাতে বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অজিত দাসের বাড়িতে হাত সাফাই করে চোরের দল। বাড়ির পেছনের গ্রীলের তালা ভেঙে চোর ঘরে  প্রবেশ করে। ষ্টীলের আলমারি ভেঙে স্বর্ণালংকার সহ দুটি মোবাইল ও নগদ প্রায় বারো হাজার টাকা নিয়ে গেছে। ঘরে থাকা বাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। চুরি যাওয়া সামগ্রী  ফিরে পেতে কদমতলা থানার পুলিশের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন সকলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!