Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যবিগত বিধানসভা নির্বাচনের পর কৈলাসহরে বামেদের দীপ্ত মিছিল

বিগত বিধানসভা নির্বাচনের পর কৈলাসহরে বামেদের দীপ্ত মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। হাসপাতালে গিয়ে মিলছে না সঠিকভাবে চিকিৎসা পরিষেবা, বৃদ্ধি হচ্ছে না রেগা মজুরি। গ্রাম পাহাড়ে সৃষ্টি হয়ে আছে চরম খাদ্য সংকট। এই সমস্যাগুলো কৈলাসহর মহকুমা নিরসনের জন্য সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যেগে সোমবার এক মিছিল করা হয়। মিছিল শেষে স্মারকলিপি মহকুমা শাসককের উদ্দেশ্যে তুলে ধরা হয়।

 এদিন দুপুরে কৈলাসহর মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের নেতাজী কর্নার, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, ভগিনী নিবেদিতা দ্বাদশ স্কুল, কৈলাসহর থানা, টাউন হল সহ বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমাশাসক অফিসের সামনে যায়। সেখানে দলের মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্মামীর নেতৃত্বে সাতজনের প্রতিনিধিদল মহকুমা শাসকের অনুপস্থিতিতে মহকুমাশাসক অফিসের ডেপুটি মেজেষ্ট্রেট মতিলাল দেববর্মার হাতে প্রতিলিপি তোলে দেন। ডেপুটেশনে মহকুমা কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সি.পি.আই.এম নেতা কান্তিলাল দেব, রনজিৎ দেবনাথ, মুটুক আলী, নীলকান্ত সিনহা, প্রসেনজিৎ গুন ও নারী নেত্রী আনোয়ারা বেগম। ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিশ্বরুপ গোস্মামী বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ে কাজ খাদ্যের চরম সংকট তৈরী হয়েছে। গ্রাম-পাহাড় সর্বত্র কাজ ও খাদ্যে সুনিশ্চিত করা, রেগা ও টুয়েপ প্রকল্পে কাজের দিন ও মজুরি বৃদ্ধি করা, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, হাসপাতাল গুলিতে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা শহর বিভিন্ন দাবি তুলে ধরা হয় বলে জানান কৈলাশহর সিপিআইএম মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্বামী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য