স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : ভোট আসে ভোট যায়, কিন্তু ভাগ্য বদলায় না আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরতলা ইন্দ্রনগর বাংলার মাঠের দক্ষিন পাড় এলাকার মানুষের। কারণ এলাকার একটি কাঁচা রাস্তার বেহাল দশার কারনে ২০ বছর যাবত প্রায় ১০ থেকে ১২ টি পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে। ৮ ফুটের এই রাস্তা সংস্কার ও পাকা না করায় বর্ষার মরশুমে চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি করে দেওয়ার।
কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরেও রাস্তা মেরামতিতে নেই কোন উদ্যোগ। এরপর বহুবার রাস্তা সংস্কার ও নির্মাণের জন্য যোগাযোগ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। কর্পোরেটার শম্পা সেন সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বাসিন্দারা। একই সঙ্গে এই এলাকার বিধায়কের দেখা মেলা ভাড় বলেও জানান। নির্বাচন এলেই বিধায়ক এলাকায় পা দেন বলে দাবী করেন তারা। যে কারনে সমস্যা দীর্ণ এলাকার মানুষজন। দাবি উঠেছে দ্রুত যাতে রাস্তা তৈরি করে দিয়ে দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী সমাধান করে দেয় পুর নিগম। কিন্তু এভাবে বিগত দিনে জানানো হলেও রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।