Friday, February 14, 2025
বাড়িরাজ্যআগরতলার এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের যাত্রা শুরু ১৫ই

আগরতলার এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের যাত্রা শুরু ১৫ই

আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : এমবিবি বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের যাত্রা শুরু হচ্ছে আগামী ১৫ জানুয়ারি। গত ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছিলেন। দশ দিনের মধ্যে টার্মিনাল দিয়ে যাত্রী পরিষেবা চালু করা ভীষণ কঠিন ছিল বলে দাবি করেছেন বিমানবন্দরের অধিকর্তা। তবে সেই অসাধ্য সাধন সম্ভব হয়েছে, প্রত্যয়ের সুরে বলেন তিনি।

প্রসঙ্গত, সমস্ত আধুনিক ব্যবস্থাপনায় এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে সাকুল্যে ৪৩৮ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৪ জানুয়ারি ওই টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। প্রতিদিন অন্তত ১,২০০ জন যাত্রীধারণ ক্ষমতা নিয়ে টার্মিনাল ভবনটি নির্মাণ করা হয়েছে।

খুব শীঘ্রই বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। এতে উত্তর-পূর্বাঞ্চলে এমবিবি বিমানবন্দর তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিতি লাভ করবে। ইতিমধ্যে সমস্ত যাত্রী সাধারণের জন্য ১৫ জানুয়ারি থেকে নতুন টার্মিনাল দিয়ে যাতায়াতের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য