Saturday, February 8, 2025
বাড়িজাতীয়গুয়াহাটি-বিকানের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

গুয়াহাটি-বিকানের ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬

ময়নাগুড়ি, ১৩ জানুয়ারি (হি.স) : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে দোমোহনির কাছে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ১৫৬৩৩ (আপ)-এর চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২টি বগি, তবে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ চলছে, আরও মৃতদেহ রয়েছে ভিতরে। ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই ময়নাগুড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের সকলকেই জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বিধায়ক কৌশিক রায়। তিনিও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

দ্রুত উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীও। ইতিমধ্যেই প্রায় ৫১টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকেই ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। জেলা প্রশাসনের তরফে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক নার্সদেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুতির।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য