স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : গবাদি পশুর শরীরে অজানা রোগের প্রাদুর্ভাব। আতঙ্কিত পশু পালকরা। জানা যায়, এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় গবাদি পশুর শরীরে এক ধরনের বড় আকারের গুটা তৈরি হচ্ছে। এক গো-পালক জানান, সংশ্লিষ্ট বিষয় নিয়ে কয়েকজন ইতিমধ্যে হাতের নাগালে পাওয়া গবাদি পশুর চিকিৎসকদের সাথে কথা বললেও এই অজানা রোগের প্রাদুর্ভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
যারা সংশ্লিষ্ট গো-পালনের কাজের সাথে দশকের পর দশক ধরে যুক্ত রয়েছেণ এরকম উপসর্গ তারা কোনদিন প্রত্যক্ষ করেন নি। দাবি উঠছে গোটা বিষয় নিয়ে অনতিবিলম্বে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ যাতে করে। বিশেষ করে তেলিয়ামুড়ার ডি.এম কলোনি সহ এলাকায় যেভাবে এই রোগটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার গো-পালকে’রা বড়সড়ো ক্ষতির সম্মুখীন হতে পারে বলেও অনুমান। আবার এক গো-পালক জানান, গত ১৫ থেকে ২০ দিন হয়ে গেছে এই রোগে আক্রান্ত হয়েছে বাড়ির বেশ কয়েকটি গরু।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ দেওয়ার পরেও কমার কোন লক্ষণ নেই। চিকিৎসকের ধারণা এটি ভাইরাসজনিত কোন রোগ। এবং দিন দিন গরু নিতেজ হয়ে পড়ছে। এখন পর্যন্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কোন ধরনের খোঁজখবর গো-পালোকদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। পরিবারগুলি আতঙ্কে ভুগছে। সরকারি অর্থ ব্যয় করে শুধু প্রচারে রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। গবাদি পশু কতটা সুরক্ষিত থাকছে বা কোন চিকিৎসার অভাব রয়েছে কিনা সেদিকে কোন নজর নেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের।