Sunday, September 8, 2024
বাড়িরাজ্যযাদব লাল নাথকে নিয়ে বিধানসভা অধিবেশনের প্রথম দিন উত্তাল, বরখাস্ত ৫ বিধায়ক

যাদব লাল নাথকে নিয়ে বিধানসভা অধিবেশনের প্রথম দিন উত্তাল, বরখাস্ত ৫ বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : বিগত বিধানসভা অধিবেশনে বিধায়ক যাদব লাল নাথের অশ্লীল ভিডিও দেখা ঘিরে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা বাজেট অধিবেশনের প্রথম দিন সগরম হয়ে উঠল পবিত্র বিধানসভা। বিরোধীরা অধিবেশনের শুরুতেই একযোগে বিরোধীরা বিক্ষোভে সামিল হয়। এদিন তিপ্রা মথা, সিপিএম ও কংগ্রেস বিধায়কেরা একযোগে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায়। তবে এরই মধ্যে ২০২৩-২৪ সালের বাজেট পেশ করার কাজ চালিয়ে যান অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

 কিন্তু বাজেট পেশ করার সময় আচমকা বিধানসভার অধিবেশন কক্ষের টেবিলের উপর উঠে পড়ে তিপ্রা মথার বিধায়কগণ। এবং টেবিলের উপর উঠে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। একই সঙ্গে অধ্যক্ষকে লক্ষ্য করে ছোড়া হয় কাগজের মণ্ড। বিধানসভার কর্মীরা তা ঠেকাতে ব্যস্ত ছিলেন। কিছুক্ষনের মধ্যেই বিধানসভার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা বিধায়কেরা। সম্মিলিত ভাবে চলতে থাকে শ্লোগান। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অধিবেশনের কাজ চালিয়ে যেতে সমস্যায় পড়তে হয় অধ্যক্ষকে। এর পরেই মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পর বাধ্য হয়ে শুক্রবারের জন্য বিধানসভা থেকে ৫ জন বিধায়ককে বরখাস্তের ঘোষণা দেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বরখাস্ত করা বিধায়কেরা হলেন সুদীপ রায় বর্মণ, বৃষকেতু দেববর্মা, রঞ্জিত দেববর্মা, নন্দিতা রিয়াং ও নয়ন সরকার। এদিকে বরখাস্তের পর বিধানসভা কক্ষ ত্যাগ করে যাওয়ার সময় বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ৫ বিধায়কের বরখাস্ত প্রত্যাহারের দাবি জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কিন্তু অধ্যক্ষ তা মানতে চাননি। যে কারনে বিরোধী দলের বিধায়কেরা বিধানসভার কক্ষ ত্যাগ করেন। শেষে বরখাস্ত প্রত্যাহারের দাবি জানান বিধায়ক গোপাল চন্দ্র রায়। মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ঘোষণা দেন দুপুর ২ টার পর সমস্ত বিধায়কদের বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে। বিধানসভার ইতিহাসে ফের লজ্জাজনক ঘটনা ঘটল এদিন। টেবিলের উপর উঠে মথা বিধায়কদের এই আচরণে নিন্দা সর্বত্র। অন্যদিকে অধিবেশনের শুরুতে অধিবেশন কক্ষে প্রবেশের সময় বিধায়ক সুদীপ রায় বর্মণকে গঙ্গার জল ছেটাতে ছেটাতে প্রবেশ করতে দেখা যায়। যা নিয়ে কানাঘুষো দেখা দেয় অধিবেশন কক্ষে উপস্থিত সকলের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য