Saturday, July 27, 2024
বাড়িরাজ্যত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে আবারো বিক্ষোভের সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে আবারো বিক্ষোভের সামিল হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম গাফিলতি ক্রমশ প্রকাশ্যে আসছে। এর পরিণামে ছাত্র-ছাত্রীদের ফলাফল খারাপ হচ্ছে। অভিযোগ উঠছে গত কয়েক বছর ধরে সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে সঠিক সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। অধ্যাপকের বহু ঘাটতি রয়েছে এবং বিগত বছর থেকে এ বছর কলেজে ভর্তির ফি এক লাফে ত্রিগুণ বৃদ্ধি পেয়েছে।

তাই এক বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিক্ষোভে সামিল হয়। দাবি তোলে বিশ্ববিদ্যায়ের এডাকেমিক ক্যালেন্ডার সঠিক করে পড়ুয়াদের ভর্তি করানো, একই সঙ্গে মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি মূল্য হ্রাস করা, আসন সংখ্যা বৃদ্ধি করা, ক্যাম্পাস গুলিতে শারীরিক নিগ্রহের ঘটনা বন্ধে করার জন্য পদক্ষেপ গ্রহণ ও সুরক্ষা নিশ্চিত করা। এবং এদিন এই দাবিগুলির সাথে আরো একাধিক দাবি সহ ১০ দফা দাবিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রান্ত। এদিনের কর্মসূচির নাম দেওয়া হয় বিশ্ব বিদ্যালয় ঘেরাও। এ.বি.ভি.পি-র রাজ্য সম্পাদক সঞ্জিত সেন জানান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রীরা এই কর্মসুচিতে অংশ নিয়েছেন। ঘেরাও কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল গিয়ে উপাচার্যের নিকট দাবি সনদ তুলে দেবেন। অতিসত্বর রাজ্যের ছাত্র ছাত্রীদের স্বার্থে দাবিগুলি কার্যকর করা হোক সেই দাবিও জানান তিনি। এদিনের কর্মসুচিকে ঘিরে বিশ্ব বিদ্যালয়ের সামনের জাতীয় সড়কে যানজট দেখা দেয়। মূল ফটকের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য