স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : নির্বাচন এলেই মিলে প্রতিশ্রুতি। কিন্তু সমস্যা কিছুতেই সুরাহা হচ্ছে না। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। অবশেষে ভুক্ত ভোগীরা তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের পথ অবরোধ করে শুক্রবার। জানা যায়, তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত গামাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী।
সময় গ্রামের লোকজন অসুস্থ হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত কষ্টকর। অভিযোগ পঞ্চায়েতকে জানানো হলেও কোন সুরাহা হচ্ছে না। লোকজনের অভিযোগ বাম- রাম কোন আমলেই রাস্তার সমস্যা লাঘব হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসী শুক্রবার সম্মিলিতভাবে তেলিয়ামুড়া – অমরপুর অম্পি সড়ক অবরোধ করে। তড়িঘড়ি অবরোধ স্থলে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। প্রতিবাদী গ্রামবাসীদের সাথে কথা বলতে গিয়ে অনতিবিলম্বে এই রাস্তার কাজে হাত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। অবশেষে আশ্বাসে অবরোধ মুক্ত হয় তেলিয়ামুড়া অম্পি সড়ক।