আগরতলা,৭ জুলাই (হি.স.): ত্রিপুরা বিধানসভায় ইতিহাসে নজিরবিহীন ঘটনা পরিলক্ষিত হয়েছে।এদিন যাদব লাল কান্ডে বিধানসভায় গঙ্গা জল ছিটিয়ে প্রবেশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।
আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন। এদিন বিধানসভায় প্রবেশ করেই কক্ষের চারপাশে গঙ্গা জল ছিটিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর এই কান্ডে বিধানসভায় উপস্থিত সদস্যদের অবাক করে দিয়েছে।
ত্রিপুরা বিধানসভায় ইতিহাসে আজ নজিরবিহীন ঘটনা পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরায় প্রথম কোনো বিধায়ক প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভায় গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করার চেষ্টা করেছেন।কারণ, তাঁর মতে যাদব লাল ত্রিপুরা পবিত্র বিধানসভাকে অপবিত্র করেছেন।