Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যএক রোগীর রক্ত অপর রোগীর পরিজনের কাছে তুলে দিল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ

এক রোগীর রক্ত অপর রোগীর পরিজনের কাছে তুলে দিল ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : আবারো গুরুতর অভিযোগ জিবি ব্লাড ব্যাংকের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক রোগীর রক্ত অন্য রুগীর পরিজনের কাছে বিলি করা ঘিরে চরম ক্ষোভ সৃষ্টি হয় রোগীর পরিজনের মধ্যে। ঘটনায় বিবরনের জানা যায়,  থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুর মা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে বৃহস্পতিবার রক্ত আনতে যান।

তখন হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ চরম গাফিলতি করে করুণা পাল নামে অপর এর রোগীর ৩৫০ মিলি লিটার রক্তের প্যাকেট দিয়ে দেয়। শিশুটির মা যখন চিকিৎসকের কাছে বি প্রজেটিভ রক্ত নিয়ে গেলে চিকিৎসক দেখতে পান যেখানে ১০০ মিলি লিটার রক্তের প্রয়োজন সেখানে ৩৫০ মিলি লিটারের রক্ত হাতে তুলে দিয়েছেন ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। সাথে সাথে শিশুটির মা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে এসে বিষয়টি জানালে তারা বলেন ভুলবশত এটা হয়েছে। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান শিশুদের মা। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লাড ব্যাংকের মহারথীরা এ বিষয়ে কোন কিছু বলতে চান নি। তিনি আরো বলেন উনার ছেলের জন্য রক্ত নিতে এসে এ ধরনের গাফিলতির শিকার হয়েছেন তিনি। চিকিৎসক যদি বিষয়টি গুরুত্ব না দিতেন তাহলে এর খেসারত দিতে হতো রোগীকে এবং রোগীর পরিজনকে। শুধু তাই নয় রোগীর মৃত্যু পর্যন্ত হতো বলে মনে করছে চিকিৎসক মহল।

 এত গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের চরম গাফিলতি যদিও কোন নতুন বিষয় নয়। লাগাতার এ ধরনের ঘটনার পরেও নিজেদের শুধরে নেওয়ার প্রয়োজনটুকু মনে করছে না জিবি ব্লাড ব্যাংকের কতিপয় কর্মী। এ ধরনের গাফিলতি কারণে প্রতিনিয়ত জিবি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ খবরের শীর্ষস্থান দখল করছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ইতিবাচক ভূমিকা নেওয়ার অবিলম্বে প্রয়োজন বলে মনে হচ্ছে রোগীর পরিজনেরা। কারণ যেকোনো সময় কতিপয় কর্মীর অবহেলায় রোগী জীবন সংকটাপন্ন হতে পারে। তখন এর দায় এড়িয়ে যাবে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। আর এই ধারাই চলে আসছে দিনের পর দিন। খবর রাখছে না সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য