স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : খোয়াই জেলা শাসক, মহকুমা শাসক, ডি সি এম -দের জন্য টাইপ- ফোর কোয়ার্টারের কাজ হাতে নেওয়া হবে। বৃহস্পতিবার মহাকরণে একথা জানান রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল। রাজস্ব দপ্তরের চলমান কাজ ও আগামী দিনের কর্মসূচি তুলে ধরে দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল।
তিনি জানান, তেলিয়ামুড়া মহকুমা শাসক ও ডি সি এম -দের কোয়ার্টারের কাজও করা হবে। এছাড়াও সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় গোমতী জেলা শাসক, উদয়পুরের মহকুমা শাসকের অফিসের নিমান করা হবে। গোমতী জেলার তিন মহকুমা শাসকের কোয়ার্টারও নির্মাণ করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকা। রাজস্ব দপ্তরের প্রদাহ্ন সচিব আরও জানান, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১৯১০ জন শ্রমিকের জন্য জমি দেওয়া হয়েছে। রিয়াং শরণার্থীদের পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন পুনিত আগরওয়াল। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত সচিব, ডিজাস্টার ম্যানেজমেন্টের রাজ্য প্রকল্প অধিকর্তা শরৎ দাস।