স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : বিদ্যুতিক খুঁটি বাঁকা হয়ে তার ঝুলে আছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়েও সারাইয়ের কোন উদ্যোগ নেই। অবশেষে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা “সাই কম্পিউটার” লিমিটেডের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হলেন শাসক দলের নেতা তথা কৈলাসহর পুর পরিষদের কাউন্সিলর সিকিম সিনহা। দীর্ঘ প্রায় তিন বছর ধরে গোটা কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে বহিঃরাজ্যের বেসরকারি সংস্থা “সাই কম্পিউটার” লিমিটেড।
কিন্তু যেদিন থেকে কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব “সাই কম্পিউটার লিমিটেড” নিয়েছে, সেদিন থেকেই কৈলাসহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে বলে মহকুমা বাসীর অভিযোগ। এমনটাই জানান কৈলাসহর পুর পুরষদের সতেরো নং ওয়ার্ডের কাউন্সিলর সিকিম সিনহা। অভিযোগ, বিগত প্রায় দুই সপ্তাহ থেকে কৈলাসহর পুর পরিষদের সতেরো নং ওয়ার্ডের পূর্ব দূর্গাপুর এলাকায় প্রবেশের মুখে বিদ্যুৎ-এর খুঁটি বাঁকা হয়ে রয়েছে। বিদ্যুতিক খুঁটি বাঁকা হবার ফলে বিদ্যুৎ পরিবাহী তার একেবারেই নীচে নেমে গেছে। পথচারীদের জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এমতাবস্থায় এলাকাবাসীরা কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে ফোন করে জানায়। এবং কয়েকবার সাই কম্পিউটার সংস্থার অফিসে গিয়ে লিখিত ভাবে জানানোর পরও দুই সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এখন পর্যন্ত পূর্ব দূর্গাপুর এলাকায় আসার সময় পায়নি।
যত দিন যাচ্ছে ততোই বিদ্যুৎ-এর খুঁটি আরও বেশি বাঁকা হচ্ছে এবং বিদ্যুৎ পরিবাহী তার আরও নীচের দিকে নামছে। সাই কম্পিউটার সংস্থার এহেন আচরনে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীরা স্থানীয় কাউন্সিলর সিকিম সিনহার দারস্থ হয়ে এই ঘটনা সম্পর্কে জানান। এই ঘটনা শোনা মাত্রই এলাকাবাসীর সামনে কাউন্সিলর সিকিম সিনহা সাই কম্পিউটার সংস্থার আধিকারিকদের ফোন করে জানালে সাই কম্পিউটার সংস্থার আধিকারিক কাউন্সিলর সিকিম সিনহার কাছ থেকে দুই দিনের সময় চেয়ে নেন। আগামী দুই দিনের মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এলাকায় গিয়ে বিদ্যুতিক খুটির কাজ করে দেবে বলে কাউন্সিলর সিকিম সিনহাকে জানানো হয়। কাউন্সিলর সিকিম সিনহা জানান, যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সংস্থার বিরুদ্ধে। এখন দেখা কবে নাগাদ বিদ্যুতিক খুঁটি সংস্কার করা হয়। তবে সংস্থার বিরুদ্ধে এলাকাবাসী ব্যাপক ক্ষুদ্ধ হয়ে আছে।