Thursday, March 28, 2024
বাড়িরাজ্যগোষ্ঠী সংক্রমণের রূপ নিয়েছে রাজ্য, সংক্রমিত ৯১৬, মৃত্যু ১

গোষ্ঠী সংক্রমণের রূপ নিয়েছে রাজ্য, সংক্রমিত ৯১৬, মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : রাজ্যে করোনা সংক্রমনের বুলেট গতি দেখে উদ্বিগ্ন স্বাস্থ্য প্রশাসন। বিশেষ করে পশ্চিম জেলায় গোষ্ঠী সংক্রমণের রূপ ধারণ করে চলেছে বলে আশঙ্কা চিকিৎসকদের। যত দিন যাচ্ছে তত সংক্রমনের তৃতীয় ঢেউ গোটা রাজ্যে প্রভাবশালী হয়ে উঠছে। আর যখন সংক্রমণ চোখ রাঙাতে কোন সুযোগ ছাড়ছে না তখন শুরু হয়েছে জোরদার জনসচেতনতা। গত ৪ জানুয়ারি থেকে সংক্রমণ দ্বিগুণ ভাবে বেড়ে চলেছে।

আগে থেকে কোনরকম জনসচেতনতা না থাকায় বড়দিন, বর্ষশেষ, নববর্ষ সহ যজ্ঞ, মহাযজ্ঞ, মেলা, রাজনৈতিক কর্মসূচি ধন্যবাদ মিছিল, প্রতিবাদ মিছিল কোনটাই বন্ধ রাখছে না রাজনৈতিক দলগুলির অভিজ্ঞ নেতৃত্বরা। যার ফলে সংক্রমণ দুর্বার গতিতে ছুটছে। পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হয়ে ভয়াবহ রূপ ধারণ করছে। কিন্তু হুশ নেই সেসব রাজনৈতিক নেতৃত্বদের। তারাই করোনা আইন ভেঙে আবার জনসম্মুখে এসে মানুষকে সচেতন হওয়ার কথা বলছে। বাস্তবে কতটা জনসচেতনতা রাজ্য হচ্ছে বা হয়েছে সেটা বলা মুশকিল। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের দ্বারা প্রকাশিত বুলিটিনে দেখা যায় সংক্রমণ চলতি বছরের সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় ১০,০৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৯১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে এর মধ্যে শীর্ষস্থান দখল করে আছে এখনো পশ্চিম জেলা। পশ্চিম জেলায় সংক্রমণের সংখ্যা ৫৫৯ জন। অন্যান্য জেলাগুলির মধ্যে সিপাহীজলা জেলাতে ৫৬ জন, খোয়াই জেলায় ৩৮ জন, গোমতি জেলায় ৫৫ জন, দক্ষিণ জেলায় ৪৯ জন, ধরায় জেলায় ৬৬ জন, ঊনকোটি জেলায় ৪৯ জন, উত্তর জেলায় ৪৪ জন। এদিকে মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণের হার রাজ্যে ৯.১০ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৮৪৪ জন। সুস্থ হয়েছে ১১২ জন। উদ্বেগজনকভাবে সংক্রমণ পশ্চিম জেলার আগরতলা পুর নিগম এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য