স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : বিকল্প ব্যবস্থা না করে দোকান নিয়ে উঠে যেতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শনিবার ব্যবসায়ীদের হুলিয়া জারি করা হয়েছে। মহাকুমার প্রশাসন এর জন্য ২৪ ঘন্টার সময়ও বেঁধে দিয়েছে। ব্যাপক ক্ষোভে ফুঁসছে কৈলাসহর জেলা হাসপাতাল এলাকার ব্যবসায়ীরা। জানা যায়, বিনা নোটিশে কৈলাসহর জেলা হাসপাতালের সামনে ২২ টি দোকান ভেঙ্গে দেওয়া হবে বলে প্রশাসনিক পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
কারণ জেলা হাসপাতালের সামনে সরকারি জমিতে বহু দোকান নির্মাণ করে রাখা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে যদি দোকান তুলে না নেওয়া হয় তাহলে প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। এই মাইকিং এর পর ক্ষুদ্র ব্যবসায়ীরা আতঙ্কে ভুগছে। রবিবার ব্যবসায়ীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রশাসন সরকারি জায়গা থেকে দোকান ভেঙ্গে সরিয়ে নিতেই পারে, তাতে কোন বাধা দেওয়া হবে না। কিন্তু তাদের জন্য প্রশাসনের বিকল্প ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীরা আরো বলেন ২২ জন ব্যবসায়ীর পরিবারের লোক সংখ্যা প্রায় শতাধিক। তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে এই পরিবার গুলির না খেয়ে মরতে হবে। তাই ব্যবসায়ীরা মহকুমা প্রশাসনের কাছে মানবিক আবেদন করেছেন যেন মহকুমা প্রশাসন তাদের জন্য বিকল্প জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। কিন্তু প্রশাসনের আইনি দৃষ্টিকোণ থেকে নিয়ম রয়েছে আগে বিকল্প ব্যবস্থা করে দেওয়ার। এর আগে কোন জবরদস্তি উঠছে করতে পারেনা প্রশাসন। কোন পথে হাঁটবে প্রশাসন এখন সেটাই দেখার।