স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : বিদ্যুৎ নিগমের গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্কুটি চালক। ঘটনা রাজধানীর লালবাহাদুর ক্লাব সংলগ্ন এলাকায়। দমকল কর্মীরা আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন স্কুটি চালক। বিদ্যুৎ নিগমের গাড়ি চালক দেবাশিস সিনহা জানান, স্থানীয় ফার্নিচারের দোকান থেকে বিদ্যুতিক কাজ সেরে গাড়িটি নিয়ে মাত্র বের হয়েছিলেন। মাত্র কয়েক মিটার এগিয়ে যাওয়ার পরেই দেখতে পায় স্কুটি নিয়ে এক ব্যক্তি ৭০-৮০ কিলোমিটার বেগে আসছে।
গাড়িতে রাস্তায় দাঁড়িয়ে পড়ার আগেই গাড়িটির সাথে সংঘর্ষ হয় স্কুটি চালকের। সাথে সাথে রাস্তায় লুটিয়ে পরলে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। গুরুত্ব আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। গাড়ির নম্বর টি আর ০১ বি জি ০৩৫৩ এবং স্কুটির নম্বর টি আর ০১ এ জে ৬০৮৭ । এই ঘটনায় এলাকায় ট্রাফিক পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ প্রতিনিয়ত বাইক স্কুটি সহ ছোট মাঝারি ও গাড়ি এলাকায় অস্বাভাবিক গতিতে যাতায়াত করছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার কোন উদ্যোগ নেই। যার ফলে এই ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে এলাকায়।