Saturday, February 15, 2025
বাড়িরাজ্যসরকারের কাছে ফার্মাসিস্ট নিয়োগের দাবি বেকারদের

সরকারের কাছে ফার্মাসিস্ট নিয়োগের দাবি বেকারদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : ২০১৬ সালের পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে সরকারী ভাবে কোন ফার্মাসিস্ট নিয়োগ করা হয়নি। অথচ প্রতিবছর বহু ফার্মাসিস্ট অবসরে যাচ্ছেন। অন্য ক্ষেত্রে নিয়োগ করা হলেও ফার্মাসিস্ট নিয়োগ বন্ধ। ভাটি অভয় নগর স্বাস্থ্য কেন্দ্রটি ফার্মাসিস্ট ছাড়া চলছে। এটা নিয়ম বহিঃভূত ভাবে হচ্ছে।

 রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ জানান আন এমপ্লয়েড ফার্মাসিস্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে বিধান দাস। ২০২১-২২ সালে রাজ্যে ফার্মাসিস্ট ছিল ৭৫৬ জন। বর্তমান কর্মরত রয়েছেন ২৩৭ জন। ৫১৯ টি শূন্যপদ খালি রয়েছে। এই শূন্যপদে অবিলম্বে পূরণের দাবি জানান তারা। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৪১২ জনফার্মাসিস্ট নিয়োগ করা হবে। ২০২২ সালের আগস্ট মাসে ফের বিজ্ঞাপন দেওয়া হয় ২১০ জনকে নিয়োগ করা হবে। দুবার বিজ্ঞাপন দেওয়ার পরেও কোন নিয়োগ হয়নি। বর্তমানে রাজ্যে রেজিস্ট্রার ফার্মাসিস্ট রয়েছেন ৪ হাজারের উপর বলে দাবি করেন তারা। অবিলম্বে ফার্মাসিস্ট নিয়োগের দাবিতে সরব হল বেকার ফার্মাসিস্টরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য