স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : জনগণ থেকে যে কর সংগ্রহ করা হয় তা দেশের উন্নয়নের স্বার্থে ব্যয় করা হয়। এবং দেশে সার্বিক বিকাশে ক্ষেত্রে করদাতারা এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শনিবার অর্থ দপ্তরের উদ্যোগে জি এস টি দিবসে বক্তব্য রেখে এই কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, প্রতিবছর ১ জুলাই জি এস টি দিবস উদযাপন করা হয়। এদিন আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন মন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন, ব্যবসায়ীদের দেওয়া করের পরিমাণ যেমন বাড়ছে তেমনি ত্রিপুরার বাজেটও বেড়েছে আগের তুলনায়। মন্ত্রী প্রনজিত সিংহ রায়ের কথায় উঠে আসে রাজ্যের রেল, বিমান, জাতীয় সড়কের সংখ্যা বৃদ্ধির বিষয়টিও। তিনি বলেন, ডিজিট্যাল ইন্ডিয়া, ডিজিট্যাল ত্রিপুরার দিকে আমরা এগুচ্ছে। তিনি আরো বলেন রাজ্যে আজ ছয়টি জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। এগুলি জনগণের সহযোগিতার কারণেই সরকার করতে পেরেছে। দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে, অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, আধিকারিক রাখী বিশ্বাস সহ অন্যরা। অনুষ্ঠানে রাজধানী সহ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা অংশ নেন। এদিন মন্ত্রী অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের হাতে মানপত্র এবং স্মারক উপহার তুলে দেন। এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারি ট্যাক্স কমিশনার দিবাকর চন্দ্র দে।