স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : দেশের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের গত ৯ বছর দেশবাসীর জন্য কালো নয় বছর। কারণ দেশ যেমন অর্থনৈতিক বুনিয়াদ গত নয় বছরে পিছিয়ে গেছে, তেমনি কংগ্রেস সরকারের সময় যে সমস্ত সম্পদ দেশে গড়ে উঠেছিল সেগুলি ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নয় বছরে ৯ টি প্রশ্ন উঠেছে। আর এই প্রশ্নগুলি ভারতীয় যুব কংগ্রেস এবং প্রদেশ যুবক কংগ্রেসের নয়। এই প্রশ্নগুলো জনগণের। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ৯ বছরে কেন পেট্রোলের মূল্য ৬০ টাকা থেকে ১০০ টাকা হয়েছে? এবং ৫০ টাকা থেকে ডিজেলের মূল্য ৯০ টাকার অধিক হয়েছে কেন ? এবং রান্নার গ্যাসের সিলিন্ডার ৬৫ বছর লেগেছিল দেশে ৪০০ টাকা হতে, আর মোদি সরকার সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য নয় বছরে ১৩০০ টাকার অধিক হয়ে গেছে। পাল্লা দিয়ে বাড়েছে সবকিছু মূল্য। এত বড় প্রতারণা কেন এ সরকার গত নয় বছর ধরে দেশে করে চলেছে ? সাংবাদিক সম্মেলনে আরো বলেন, ২০১৪ সালের আগে এ সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার সময় বলেছিল বছরে ২ কোটি সরকারি চাকরি দেবে। এবং ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করবে। কেন সেই প্রতিশ্রুতি সরকার পালন করতে পারেনি সরকার। এবং সরকার করোনা অতিমারির দোহাই দিয়ে চলেছে। কিন্তু অতিমারি সময় যদি দেশে নির্বাচন হতে পারে, তাহলে কেন নিয়োগ প্রক্রিয়া হতে পারবে না ? তাই যুব কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে এই সবগুলি প্রশ্ন কেন্দ্র সরকার কাছে রেখে আগামী ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ব্যাঙ্গালোরে যুব কংগ্রেসের এক সম্মেলন আয়োজিত হবে। এবং এর সম্মেলনের নাম দেওয়া হয়েছে “ভেহেতার ভারত বুনিয়াদ চ্যালেঞ্জ।” এই সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে বার্তা দেওয়া হবে ‘আখরি বার যদি মোদি সরকার’ হয় তাহলে আখেরি বার পেট্রোল এবং ডিজেলের মূল্য ৩০০ টাকা হবে বলে সমালোচনা করলেন তিনি।