স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : কেউ ভিক্ষে করে সন্তানের মুখে খাবার জুটাচ্ছে। আবার কারোর চেহেরা মানুষের মতো হলেও অমানুষের চেয়েও অধম গেছে। তারই প্রমাণ রাখলো শনিবার। এদিন মরাছড়া পঞ্চায়েতের নোয়াগাও এলাকায় কৃষি জমিতে একটি সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয়। এলাকার বাসিন্দা বাবন মালাকার দেখতে পায় এলাকার কৃষি জমিতে রাখা ব্যাগে কিছু একটা নড়াচাড়া করছে।
তখন সে সবাইকে ডাকাডাকি করলে এলাকাবাসী এসে ব্যাগ খুলে দেখে একটি সদ্যোজাত কন্যা সন্তান। তারা তখন শিশুটিকে মরাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তখন মরাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার অমিত দেববর্মা কমলপুর বি এস এম হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি বি এস এম হাসপাতালে রয়েছে। ফুট ফুটে শিশু কন্যাটিকে দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছে বহু মানুষ। মায়া ভরা চেহারা যেন মানুষকে ভাবিয়ে তুলেছে কে হতে পারে সেই পাষণ্ড ? শিশুটিকে ব্যাগ ভরে ফেলে যাওয়ার আগে একবারের জন্যও ভাবলো না! এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল। এলাকাবাসী কাছ থেকে জানতে পারে শিশুটিকে কেউই শনাক্ত করতে পারেনি। তবে শিশু সন্তানটি কোন পাষণ্ড ফেলে গেছে সেটা কেউই বলতে পারে না। কিন্তু এ ধরনের ঘটনা অহরহ ঘটে চলল প্রশাসন এই বিষয়ে কোনোভাবেই নজর দিচ্ছে না।