স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : মানুষ তো মানুষের জন্যই। মানুষের সুখের সময়ে কাছে থাকতে পারলাম কি পারলাম না তা বড় কথা নয়, বড় কথা হলো বিপদের দিনে যদি তার কাছে থাকা যায়। কুমারঘাটে উল্টো রথের দিনে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ,এই শোক কোন কিছু দিয়েই ভোলার নয় ।শুধু একজন পরিজন হয়ে সহানুভূতি মাখা হাতটুকু তার কাঁধে রাখা ছাড়া কি বা আর করা যায় ।
তারপরেও স্বজন হারানোর ব্যথা আমাকে বিচলিত করেছে । শুক্রবার বিমানবন্দর থেকে সোজা কুমারঘাটে এসে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। বিদ্যুৎ সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে তিনি অরুনাচল প্রদেশের তাওয়াং এ ছিলেন। শুক্রবারের বিমানে আগরতলা বিমানবন্দরের নেমেই তার সঙ্গী ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকার এবং বিদ্যুৎ পরিবহন বিভাগের মহাপ্রবণ্ধক রঞ্জন দেববর্মাকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন কুমারঘাটে। এর আগেই অবশ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকরা কুমারঘাটে এসে ঘাঁটি গেড়েছেন। কুমারঘাট এর বিধায়ক ভগবান দাস কে সঙ্গে নিয়ে বিদ্যুৎ মন্ত্রী প্রথমের নিগম কর্মকর্তাদের সঙ্গে উল্টো রথের দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত হয়েছেন। এরপর বিদ্যুৎ নিগমের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের কথা বলেছেন। বেশ কয়েকজনের পরিজনেরা
এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । তাদের খোঁজ খবরও নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী । এদিন তিনি নিগমের তরফে নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে নগদ অর্থ সাহায্য দিয়েছেন। আহতদের পরিবারকে দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা নগদ সাহায্য। কাঞ্চনপুরের জয়শ্রীতে দুই নিহতের পরিবারের কাছে নিগমের অর্থ সাহায্য নিয়ে শনিবার পৌঁছুবেন মন্ত্রী সান্তনা চাকমা এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। শনিবার জিবি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদেরকে বিদ্যুৎ নিগমের তরফে অর্থ সাহায্য তুলে দেবেন বিদ্যুৎ মন্ত্রী এবং নিগম কর্তারা ।কুমারঘাট এর ডাকবাংলাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, কিভাবে ঘটনা হলো, এর জন্য কারা দায়ী এ বিষয়টি নিয়ে এখন কোন ধরনের কথা বলা ঠিক হবে না। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জেলাশাসককে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই কমিটি রিপোর্ট দেওয়ার পরই বিস্তারিত পরিষ্কার হয়ে যাবে ।বিদ্যুৎ নিগমও অভ্যন্তরীণ একটি রিপোর্ট প্রস্তুত করছে। কিন্তু রিপোর্ট যাই আসুক, এমন বিষাদ ময় পরিস্থিতি যেন আর কোনদিন দেখতে না হয়, এজন্য সংশ্লিষ্ট সকলকে আরো বেশি সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।