স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : হিংসার মাধ্যমে কোন অবস্থায় কোন কাজ হয় না। অহিংসা ও সত্যের পথে সর্বদা চলতে হবে। শুক্রবার যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটিতে জাতির জনক মহাত্মা গান্ধির মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। উঠে আসে আলোচনায় নতুন জাতীয় শিক্ষানীতির প্রসঙ্গও।
ডাঃ মানিক সাহা বলেন, কোন কাজ হয় না হিংসার মাধ্যমে। অহিংসা ও সত্যের পথে সর্বদা চলতে হবে। বর্তমান সরকারও সেই দিশায় কাজ করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার সব সময়ই চায় সব জায়গার মধ্যে একটা সামাজিক উন্নয়ন । সেই উন্নয়নের ধারা বর্তমান রাজ্য সরকার বহন করছে বলে জানান তিনি। জাতির জনক মহাত্মা গান্ধির মূর্তি আগরতলা যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটিতে বসানোর সিদ্ধান্ত নেয় মহাত্মা রিসার্চ ফাউন্ডেশন। সেই মতো শুক্রবার এই মূর্তির আবরণ উন্মোচন হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা হাইকোর্টের এডভোকেট জেনারেল, সংস্থার সভাপতি সহ অন্যরা। এদিনের অনুষ্ঠানে সংস্থার তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ডাঃ মানিক সাহার হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এইদিন এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।