স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : কোথায় আছে চোরের সাতদিন, আরে গৃহস্থের একদিন। আর এই প্রবাদ মিলে গেল শুক্রবার। অভিযোগ অবৈধভাবে কতিপয় রেশন শপ থেকেও চাল খোলা বাজারে বিক্রি হচ্ছে। আর সেই চাল দোকানিরা ৩০-৩৫ টাকা কিলো দরে বিক্রি করছেন রাজধানী সহ বিভিন্ন জায়গায়।
এবার সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে চাল অবৈধ ভাবে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে আটক করলেন স্থানীয়রা। ঘটনা আগরতলায়। অভিযোগ, জগন্নাথ বাড়ি রোডে ১৩ নম্বর সরকারি ন্যায্যমুল্যের দোকান থেকে প্রায়শই মহারাজগঞ্জ বাজারের এক দোকানি চালের বস্তা নিয়ে যান। শুক্রবার দিনও তিনি দুই বস্তা চাল বাইকে করে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয় লোকজন ধরে ফেলেন। জানা গেছে রেশন ডিলার কাশীনাথ ঘোষ অসুস্থ থাকায় উনার মেয়ে ও নাতি এই রেশন সপ চালাচ্ছেন।
স্থানীয়রা চালের বস্তা আটক করে খাদ্য দপ্তরের আধিকারিকদের খবর দেন। সদরের খাদ্য দপ্তরের আধিকারিকরা ছুটে এসে দুই বস্তা চাল বাজেয়াপ্ত করেন। ফুড ইন্সপেক্টর দেবজ্যোতি চক্রবর্তী জানান তাঁরা বিষয়টি সদর মহকুমা শাসককে জানাবেন এবং তদন্ত করে দেখা হবে। দাবি উঠেছে পুরো ঘটনার তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়ার। যাতে অবৈধ ভাবে যারা এ ধরণের কাজে লিপ্ত তাঁরা সতর্ক হন।