Saturday, February 15, 2025
বাড়িরাজ্যদিন দুপুরে অপহরণ, পরে উদ্ধার অপহৃত ব্যক্তি

দিন দুপুরে অপহরণ, পরে উদ্ধার অপহৃত ব্যক্তি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : ফিল্মি কায়দায় রাজধানী আগরতলা শহর থেকে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেল দুষ্কৃতিরা। ঘটনা রাজধানীর উত্তর গেইট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এইদিন এক ব্যক্তি TR-06D-4917 নাম্বারের স্কুটি নিয়ে রাধানগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি লাল রং-এর গাড়িতে করে কিছু দুষ্কৃতি আসে।

গাড়িটি স্কুটিটির সামনে এসে দাড়ায়। তারপর গাড়িতে থাকা দুষ্কৃতিরা স্কুটিতে থাকা ব্যক্তিকে জোর পূর্বক গাড়িতে তুলে নেয়, একই সাথে স্কুটির চাবি নিয়ে দুষ্কৃতিরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান স্কুটিতে থাকা ব্যক্তির পায়ের একটি জুতো ঘটনাস্থলে পরে রয়েছে। আর একটি জুতু ঐ ব্যক্তির পায়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মীকে দুষ্কৃতিদের গাড়ির নাম্বারটি লিখে দেয়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ অজ্ঞাত কারনে পরবর্তী সময় অস্বীকার করেন ওনার কাছে কোন গাড়ির নাম্বার দেওয়া হয় নি। আর ঘটনার সময় ওনার ডিউটি ছিল না। ২ টা ৩০ মিনিতে ওনার ডিউটির সময় শেষ হয়ে গেছে। দুপুর ২ টা ৩০ মিনিটের পর ঘটনাস্থলে ডিউটিতে আসে অপর এক ট্রাফিক পুলিশ। সেই ট্রাফিক পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় ঘটনাস্থলে কর্তব্যরত থাকা আগের ট্রাফিক পুলিশ কর্মী গাড়ির নাম্বারটি দিয়ে যায়।

 পুলিশ আসলে পুলিশকে নাম্বারটি দেওয়ার জন্য। ২ টা ৩০ মিনিটের পর ডিউটিতে আসা ট্রাফিক পুলিশ কর্মী জানান তিনি ঘটনার বিষয়ে জানেন না। তবে আগে যে ডিউটিতে ছিল সে একটি গাড়ির নাম্বার দিয়ে গেছে। সেই গাড়ির নাম্বারটি হচ্ছে TR-06B-0669 । এইদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে গোটা ঘটনার বিষয়ে জানায়। এবং গাড়ির নাম্বারটি পুলিশকে জানায়। সাথে সাথে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ৩০ মিনিটের মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। জানা যায় অপহৃত ব্যক্তির নাম শ্যামল দেব, বাড়ি খোয়াইর জাম্বুরা এলাকায়। তবে কেন শ্যামল দেবকে অপহরণ করা হয়েছিল তা এখনো জানা যায় নি। পুলিশ অপহরণের কারন জানার চেষ্টা করছে। একই সাথে অপহরণকারীদের জালে তোলার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এইদিনের ঘটনাকে কেন্দ্র করে শহর আগরতলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য