স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : হাপ্তা দিতে বিলম্ব করায় ঠিকেদারের অধিন কর্মরত শ্রমিককে মারধর করল তিপ্রা মথার দুর্বৃত্তরা। ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি মান্দাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। কাজের বরাত পায় এক ঠিকেদার। ঠিকেদার যথারীতি কাজ শুরু করেন। কাজ শুরু করার সাথে সাথে স্থানীয় তিপ্রা মথা দলের একাংশ কর্মী সমর্থক ঠিকেদারের নিকট ১ লক্ষ টাকা দাবি করে।
ঠিকেদার এই টাকা দিতে বিলম্ব করে। এতে ক্ষিপ্ত হয়ে যায় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার ঠিকেদারের অধীন কর্মরত শ্রমিকরা কাজ শেষ করে নিজেদের থাকার ঘরে যাওয়ার পর সেখানে উপস্থিত হয় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। তারা শ্রমিকদের নিকট ঠিকেদারের মোবাইল নাম্বার জানতে চায়। শ্রমিকরা জানায় মোবাইল বিকল হয়ে গেছে। কিছু সময় বাদে মোবাইল নাম্বার নিয়ে যাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা শ্রমিকদের মারধর শুরু করে। তখন শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে কোনক্রমে আগরতলায় আসে। আগরতলায় আসার পর শ্রমিকরা তাদের মালিককে ঘটনার বিষয়ে অবগত করে। তারপর ঠিকেদার শ্রমিকদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। ঠিকেদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ওনার নিকট ১ লক্ষ টাকা দাবি করেছিল তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা। তিনি টাকা দিতে বিলম্ব করায় এই ঘটনা সংগঠিত করেছে তারা।