স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ জুন : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টি যেন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে! এই দপ্তরে কর্মরতদের বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। এবার বাধ্য হয়ে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক এই কার্যালয়টি’তে কর্মরত এক এলডিসি কর্মীকে নোটিশ জারি করেছেন।
জানা যায়, মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টিতে কর্মরত সরকারি কর্মীদের বিরুদ্ধে সঠিক সময় অফিসে না আসা সহ কাজে ফাঁকি দেওয়া ও অফিসের সময় শেষ হওয়ার আগেই বাড়ি চলে যাওয়ার অভিযোগ। প্রায় সময়ই এক থেকে দুই জন কর্মীর উপস্থিতিতেই গোটা মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়টির কাজকর্ম পরিচালিত হয়। কারণ, সামান্য একটু বৃষ্টি হোক কিংবা নিজেদের ব্যক্তিগত কারণে কার্যালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা হামেশাই অফিস ফাঁকি দিয়ে থাকেন। কার্যালয়টির মধ্যে যারাই কাজ করছেন অধিকাংশ কর্মীরা প্রায় সময়ই গড় হাজির থাকেন। এই বিষয়টা নিয়েই ইতিপূর্বে বিদ্যালয়ে পরিদর্শক একাধিকবার সংশ্লিষ্ট কর্মীদের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেছিলেন। তবে অবস্থার কোন পরিবর্তন হয়নি বলে খবর।
এবার বিষয়টা ঊর্ধ্বতন কতৃপক্ষের নজরে যাওয়ায় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে দপ্তরে কর্মরত এক এলডিসি স্টাফের বিরুদ্ধে। এই মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে কর্মরত জনৈকা এল.ডি.সি -র বিরুদ্ধে দীর্ঘদিন কাজে ফাঁকি দেওয়ার অভিযোগের ফলশ্রুতিতে এবার এক নির্দেশ মূলে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক অশেষ দেববর্মা সংশ্লিষ্ট এলডিসি অনামিকা দত্তকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এখন দেখার বিষয় এ ব্যাপারে কতটুকু কি ব্যবস্থা গৃহীত হয়।