স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : চরম অব্যবস্থার মধ্য দিয়ে মঙ্গলবার ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আমবাসা টাউন হলে আয়োজন করা হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উপর সচেতনতা শিবির। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের দুই ঘন্টা পরে অতিথি উপস্থিত হন টাউন হলে। এর মধ্যে উদ্ভোধনের প্রাক মূহুর্তে বিদ্যুৎ চলে যায়।
অবাক করার বিষয় হল সাংবাদিকদের বসার জায়গা বিভিন্ন দপ্তরের অফিসার চেয়ার দখল করে রাখে। গোটা বিষয়ে জেলা শাসকের দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এদিন তাদের সুযোগ সুবিধা কি রয়েছে, মানুষ কিভাবে তা উপভোগ করতে পারে, তার জন্য বিভিন্ন স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা শাসক ও সমাহর্তা সিদ্ধার্থ শিব জাসওয়াল, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকগণ। প্রথমেই সরকারি স্টল গুলি ঘুরে দেখেন সাংসদ রেবতী ত্রিপুরা। পরবর্তী সময়ে মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আগত অন্যান্য লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।