স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : বেঙ্গল জেল কোড পরিবর্তন করে ত্রিপুরা সংশোধনাগার অ্যাক্ট ২০২১ লাগু করা হয়েছে। ত্রিপুরা সংশোধনাগারে অ্যাক্ট ২০২১ -কে সামনে রেখে সমস্ত কাজ চলছে দপ্তরের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন কারা দপ্তরের সচিব তাপস রায়। তিনি বলেন, যেসব জেলগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলি বিগত বছর থেকে পূর্ত দপ্তরের মাধ্যমে কাজ চলছে।
যাতে জেল কর্মী এবং আসামীরা কোন ভাবে সমস্যার সম্মুখীন না হতে হয়। এবং বিশেষ করে আগামী দিনের জেল শব্দটি ব্যবহার বন্ধ করে সংশোধনাগার হিসেবে যাতে রাজ্যের মানুষ উচ্চারণ করে তার জন্য কারা দপ্তর প্রচেষ্টা করছে। তিনি আরো বলেন যেহেতু তাদের বিভিন্ন জায়গা থেকে আটক করে আনা হয়, তাই কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে এইচ আই ভি, টিবি, হেপাটাইটিসের মতো রোগ দ্রুত চিহ্নিত করার জন্য গত ২৩ জুন একটি ক্যাম্পেনের সূচনা করা হয়েছে দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার হাত ধরে। কোন কয়েদির এ ধরনের রোগ থাকলে দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে কারা দপ্তরের সচিব আরো বলেন, মহিলা কিংবা কোন শিশুর সাথে যদি শারীরিক নির্যাতন বা লালসার শিকার হয়ে থাকে তাহলে সেই মহিলা বা শিশুর পরিবারকে লিগাল সার্ভিসের দ্বারা প্রশাসনিকভাবে আর্থিক সহযোগিতা করা হয়।
নিয়োগ বিধি সংশোধন করে আগেই কারা দপ্তরের পুরুষ ওয়ার্ডার নিয়োগে বয়সসীমা ২৪ থেকে বৃদ্ধি করে ২৭ করা হয়েছে। এস সি, এস টি -দের ক্ষেত্রে ৫ বছর বৃদ্ধির আগের নিয়ম থাকবে। সেই মতো বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২৪৯ জন নিয়োগের জন্য। কিন্তু নির্বাচনী আচরণ বিধির কারণে আর সম্পন্ন করা যায় নি। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান কারা দপ্তরের সচিব। তিনি জানান , পুরুষদের পাশাপাশি মহিলা ওয়ার্ডারেদের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের মতো কারা দপ্তরেও পেপার লেস ই অফিস চালু করা হয়েছে। মঙ্গলবার মহা করণে সাংবাদিক্ সম্মেলনে একথা জানান কারা দপ্তরের সচিব তাপস রায়। তিনি জানান, কারা দপ্তরের অফিস গুলিকে ধীরে ধীরে পেপারলেস অবস্থায় নিয়ে আসা হচ্ছে যাতে কাজ খুব তাড়াতাড়ি করা যায়।