স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার দাবিতে ধর্মনগর কদমতলার মূল সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল গ্রামবাসী। জানা যায়, ধর্মনগর কদমতলা মূল সড়কের সোনারের বাসা থেকে ইয়াকুবনগর হয়ে ভাগ্যপুর পর্যন্ত যে আড়াই কিলোমিটার রাস্তা রয়েছে তার অবস্থা বেহাল।
দীর্ঘ ২৫ বছর যাবত গ্রামবাসীরা এই রাস্তার মেরামতের জন্য নেতা মন্ত্রী এবং দপ্তরের উদ্ধতন কর্মকর্তাদের কাছে বারে বারে তাদের দাবি জানিয়ে এসেছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। অবশেষে মঙ্গলবার গ্রামবাসীরা সোনারের বাসা এলাকায় ধর্মনগর কদমতলা মূল সড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ এলাকায় ছুটে যায়। পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুকোমল চাকমা সহ অন্যান্য আধিকারিক এলাকায় ছুটে যান।
কিন্তু এলাকাবাসীদের বক্তব্য জেলাশাসক বা চিফ ইঞ্জিনিয়ার তাদের আশ্বাস দিলে রাস্তা খোলা হবে। অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য এই রাস্তা বন্ধ থাকবে। উল্লেখ্য, এলাকায় তিন শতাধিক পরিবারের বসবাস। এবং দুটি এস বি স্কুল রয়েছে। একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে স্কুল পড়ুয়াদের এই রাস্তা নিয়ে স্কুলে যাওয়া আসা ওষ্ঠাগত প্রাণ হয়ে দাঁড়িয়েছে। পরে ডিসি সঞ্জীব দাস আসেন। কিন্তু গ্রামবাসী সিদ্ধান্ত থেকে এক ইঞ্চি সরে আসেনি। গ্রামবাসীরা জানায় তাদের দাবিকে কর্ণপাত না করে দিনের পর দিন নেতা-মন্ত্রী এবং দপ্তরের কর্মকর্তারা নিশ্চিন্তে এড়িয়ে চলেছেন। বাধ্য হয়ে অবরোধে নামতে বাধ্য হয়। এদিকে রাস্তা অবরোধের ফলে দুই শতাধিক যানবাহন দাঁড়িয়ে পড়েছে।