স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : যানবাহন চেকিং-এর সময় দূর পাল্লার কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাজা উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। একই সাথে আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালককে।
ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি স্থিত নাকা পয়েন্টে। তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান ওনাদের নিকট গোপন সংবাদ ছিল একটি কন্টেইনার গাড়িতে করে বিপুল পরিমাণ শুকনো গাঁজা পাচার করা হচ্ছে। সেই মোতাবেক তেলিয়ামুরা থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিস UP-21CN-1241 নাম্বারের কন্টেইনার গাড়িটিকে আটক করে। গাড়িটিতে গাড়ির টায়ার মজুত ছিল। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে টায়ার গুলি আনলোড করার পর দেখা যায় গাড়ির অভ্যন্তরে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট মজুত রয়েছে। গাড়ি থেকে প্রায় ৫৫১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে। তিনি আরও জানান গাড়ির মুহাম্মদ সামী ও সহ-চালক মোহাম্মদ রোয়াজকে আটক করা হয়েছে।