স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জুন : সাধারণ ডিগ্রী কলেজগুলির অনত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অবিলম্বে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ চেয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সাধারণ ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বদের মনগড়া দাবি, যারা এবছর সাধারণ ডিগ্রি কলেজ গুলোর মধ্যে অনত্তীর্ণ হয়েছে তাদের অবিলম্বে দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়ার।
কারণ এ বছর থেকে উচ্চ শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০। সম্প্রতি মুখ্যমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতি কার্যকর করেছেন। সে অনুযায়ী সাধারণ ডিগ্রী কলেজ গুলিতে পঠনপাঠন শুরু হবে। এই পঠন-পাঠনের ক্ষেত্রে বিপাকে পড়বে অনত্তীর্ণ ছাত্র ছাত্রীরা। তাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত সাধারণ ডিগ্রী কলেজে ছাত্রছাত্রীদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আন্দোলন সংগঠিত করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা।
তবে এই দিন আন্দোলনে সিংহভাগই ছিল সাধারণ ডিগ্রী কলেজের অনত্তীর্ণ ছাত্র-ছাত্রী। পাশাপাশি এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আন্দোলনের পর অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের নেতারা মর্জি মাফিক দাবি নিয়ে উপাচার্যের শরণাপন্ন হয়। তাঁরা আশ্বস্ত করেছেন এই বিষয়ে আগামী ২৮ জুন রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রী কলেজের অধ্যাপকদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে কোন একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বলে ডেপুটেশনের পর জানায় প্রতিনিধি দল। তবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এ ধরনের মর্জি মাফিক দাবি কতটা কার্যকর করা হবে সেটা জানা নেই। এদিন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভের ফলে দুর্ভোগ পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের।