স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : আবারো সামাজিক অবক্ষয়ের আরও এক ছবি প্রকাশ্যে এসেছে রবিবার। এবার ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন মহিলারা। ঘটনাটি ঘটে ২১ জুন চড়িলাম ব্লকের অধীন চেছরীমাই গ্রাম পঞ্চায়েতের চ্যাটার্জি কলোনি এলাকায়।
অভিযোগ গরিব পরিবারের ৬ বছরের শিশুকন্যাকে রাতের বেলা বাড়িতে একা পেয়ে কু-কর্ম করে কলেজ পড়ুয়া যুবক। অভিযোগ ঘটনাটি অভিযুক্ত প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু পারেনি। নির্যাতিতার পরিবারের তরফে গ্রামের পঞ্চায়েত সদস্যকে জানানো হয়। ঘটনা এলাকার মহিলারাও জানতে পারেন। রবিবার সকালে এলাকার প্রমিলা বাহিনী অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে বলে দাবি মহিলাদের। পরে এলাকার মহিলারা বিশ্রামগঞ্জ থানার হাতে অভিযুক্তকে তুলে দেন। তারা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় ছিঃ ছিঃ রব পড়েছে।