স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : ২০২০ – ২১ অর্থবর্ষের জন্য ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক সারা দেশে স্টেট কো-অপারেটিভ ব্যাংকের মধ্যে বেস্ট ফিনান্সিয়াল এবং ডেভেলপমেন্ট ব্যাংকিং হিসেবে নাবার্ড থেকে স্বীকৃতি পেয়েছে। এই ব্যাংক পরিষেবা আধুনিক প্রযুক্তির ব্যাংকিং পরিষেবায় গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে গেছে। রবিবার সন্ধ্যায় পোস্ট অফিস চৌমুহনি স্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান ব্যাংকের চেয়ারম্যান কমলকান্তি সেন।
তিনি বলেন, এদিন আগরতলা টাউন হল ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন সাধারণ সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদয়পুর খিলপাড়া প্যাক্সের জন্য ত্রিপুরা সমবায় ব্যাংক ঋণ মঞ্জুর দিয়েছে। প্রজেক্ট কস্ট হলো ১৮৫.৩৬ লক্ষ টাকা। এছাড়াও তিনটি লেম্পস এবং প্যাক্সকে ১৯৩ লক্ষ লক্ষ টাকা কেসিসি ঋণ দেওয়া হয়েছে। তিনি আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো জানান ৪০ তম বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের দুটি প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। এগুলি হল টি.এস.সি.বি এল.টি.ডি -শট টার্ম গোথ স্কিম -২০২৩।
দ্বিতীয়টি হল ক্যাশ ক্রেডিট ফেসিলিটি টু ফেয়ার প্রাইস সপ। এই দুটি স্কিমের সুবিধা গ্রাহকরা নিতে পারবেন। এ ছাড়াও এস.এল.বি.সি -র সিদ্ধান্ত মোতাবেক আরো ১৪ টি বিভিন্ন জায়গায় ই.সি.এস.সি মাধ্যমে ব্যাংকিং পরিষেবার দেওয়ার উদ্বোধন মুখ্যমন্ত্রী হাত ধরে করা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ভিউ পরিষেবা চালু হয়েছে এদিন। এর পাশাপাশি বার্ষিক সাধারণ সভায় এদিন রাজ্য সমবায় ব্যাংক ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে তুলে দিয়েছে। চেয়ারম্যান এদিন সাংবাদিকের প্রশ্ন উত্তরে জানান বর্তমানে কর্মী স্বল্পতা রয়েছে। রাজ্যে তিনশো পাঁচজন কর্মী ব্যাংকের পরিষেবা প্রদান করছে। প্রয়োজন ৬৭৬ জন কর্মী। তাই ব্যাংক আগামী ৬ মাসের মধ্যে প্রথম ধাপে ১৭৬ জন কর্মী নিয়োগ করবে। বাকি কর্মী নিয়োগ জারি থাকবে। এবং ব্যাংক গ্রাহকের কাছে পরিষেবা আরো দ্রুত পৌঁছে দিতে ১৪ টি শাখা খোলার জন্য অনুমোদন পেয়েছে। আরো ছয়টি শাখা খোলার জন্য অনুমতি চাওয়া হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দিন ব্যাংকের এমডি ভজন চন্দ্র রায় জানান, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের নিট মুনাফা ও ব্যবসা বৃদ্ধি পেয়েছে ২০২২- ২০২৩ অর্থ বর্ষে। ২০২২-২০২৩ অর্থ বর্ষে এই ব্যাংকের মোট মুনাফা ৮৪.২২ কোটি টাকা। নিট মুনাফা ২২.৩১ কোটি টাকা। যা গত অর্থ বর্ষের চেয়ে বেশি। এই ব্যাংকের মোট ব্যবসা ৫৭৫১.৪১ কোটি টাকা। যা গত অর্থ বর্ষের চেয়ে ২৩৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।