স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : রাত পোহালেই ঐতিহ্যবাহী খার্চি পূজা। নিয়ম কানুন মেনে রবিবার বিকেলে হাওড়া নদীতে চতুর্দশ দেবতার স্নানযাত্রা সম্পন্ন হয়। রবিবার সন্ধ্যায় নিয়ম মেনেই হয় স্নানযাত্রা। এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল রাজ্যের প্রাচিন তম দীর্ঘ সময়ের সাত দিন ব্যাপী খার্চি পূজা।
জাতি- জনজাতির সৌভ্রাতৃত্বের মিলন তীর্থ খার্চি পূজা ও মেলা। রবিবার বিকেলে মন্দির থেকে চতুর্দশ দেবতাকে গার্ড অব অনার দিয়ে নিয়ে যাওয়া হয় হাওয়া নদীর ঘাটে সেখানে হয় স্নান। সবার সামনে ছিলেন পুজোর পুরোহিত চন্তাই।স্নান যাত্রাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। এই ঐতিহ্যবাহী স্নানযাত্রা দেখতে রাস্তার দুই দিকে শত শত নারী- পুরুষ ভিড় করেন। এদিন থেকে ক্রেতারা খাবার সহ বিভিন্ন রকমারি স্টল খুলে বসেছেন মেলা প্রাঙ্গণে। সোমবার সকালে শুরু হয়ে যাবে পুজার মধ্য দিয়ে ৭ দিনের উৎসব। ইতি মধ্যে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন। মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী জানান, এবছর নতুন আঙ্গিকে মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে।