Tuesday, October 22, 2024
বাড়িরাজ্যসবচেয়ে বেশি কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা : রতন

সবচেয়ে বেশি কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : রবিবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতানে টি.এস.ই.সি.এল ওয়ার্কার্স এন্ড এমপ্লয়ীজ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির ও সেফটি ওয়ার্কশপ অফ ইলেকট্রিসিটি। প্রদীপ প্রজ্বলন করে এইদিনের রক্তদান শিবির ও কর্মশালার সুচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, কাউন্সিলার স্নিগ্ধা দাস দেব, টি.এস.ই.সি.এল-এর এম.ডি দেবাশীস সরকার সহ অন্যান্যরা। এইদিনের রক্তদান শিবিরে সংগঠনের সদস্য সদস্যরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে।

 শিবির ও কর্মশালার উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বিদ্যুৎ নিগম দপ্তর দপ্তরের কর্মীদের সাথে রয়েছে। বিদ্যুৎ পরিষেবা উন্নত করার চেষ্টা চলছে। আগরতলা শহরে আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ পরিষেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবচেয়ে বেশি কাজ করছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে দপ্তরের কর্মীদের সর্বদা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তারপর রক্তদান শিবির পরিদর্শন করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। বিদ্যুৎ পরিষেবা দিয়ে জনগণের স্বার্থে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য রক্তদাতাদের শুভেচ্ছা জানান মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য