Saturday, February 8, 2025
বাড়িখেলাঅলিম্পিক এসোসিয়েশনের রাজ্য সম্পাদকের বাড়ি ঘেরাও

অলিম্পিক এসোসিয়েশনের রাজ্য সম্পাদকের বাড়ি ঘেরাও

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : ত্রিপুরা রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের রাজ্য সম্পাদক রূপক দেবরায়ের বিরুদ্ধে ফের সরব হল রাজ্যের খেলোয়াড়রা। রবিবার সমগ্র রাজ্যে থেকে খেলোয়াড়রা একত্রিত হয়ে রূপক দেবরায়ের বাড়ি সামনে বিক্ষোভ প্রদর্শন করে। রূপক দেবরায়ের পদত্যাগের দাবিতে এইদিন রাজ্যের খেলোয়াড়রা ওনার বাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারিদের বক্তব্য রূপক দেবরায় টাকার বিনিময়ে বহিঃরাজ্যের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিচ্ছেন। ফলে বঞ্চিত হচ্ছে রাজ্যের খেলোয়াড়রা। গোটা বছর খেলা ধুলা করার পরও রাজ্যের খেলোয়াড়দের জাতীয় স্তরে খেলার সুযোগ দেওয়া হয় না বলে অভিযোগ। এইদিন সমগ্র রাজ্যের খেলোয়াড়রা একত্রিত হয়ে রূপক দেবরায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে ছুটে যায় পুলিশ। পুলিশ তাদেরকে জানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য থানায়। তারপর পুলিশ ঘটনার তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করবে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। তবে এই অভিযোগ গত কয়েক মাস ধরে লাগাতার উঠে আসছে। কিন্তু এ বিষয় নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। এর পেছনে কি রাজ্যের ক্রীড়া দপ্তরের কোন সহযোগিতা রয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। নাকি রূপক দেব রায়ের পেছনে কেউ কলকাঠি লাড়ছে, সেটাই বড় বিষয়। সুষ্ঠ তদন্তে এর মীমাংসা হতে পারে বলে মনে করছে ক্রীড়ামহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য