স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে রবিবার তিন ঘন্টার গণ অবস্থান করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্নে অনুষ্ঠিত হয় তিন ঘন্টার গণ অবস্থান। গণ অবস্থান থেকে দাবি উঠেছে নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার করার জন্য। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা সন্দীপন দেব।
তিনি বলেন জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন হল এমন একটি যৌথ সংগঠন যার মধ্যে রয়েছে ১৮ টি সংগঠন। এই সংগঠন রাজ্যের ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিয়ে চিন্তা করে। এই সংগঠন গুলি নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ কোন ভাবেই সমর্থন করছে না। এই শিক্ষা নীতি ছাত্র বিরোধী সিদ্ধান্ত। কেন্দ্র সরকার ২০২০ সালে অতিমারির সময় পার্লামেন্টে কোন ধরনের আলোচনা না করে পাশ করে নেয় নয়া জাতীয় শিক্ষানীতি। এই শিক্ষা নীতি আনার আগে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাবিদদের সহ জাতীয় স্তরে ছাত্র সংগঠন গুলির সাথে কোন ধরনের আলোচনা করেনি সরকার। তিনি আরো অভিযোগ তুলে বলেন এই নয়া শিক্ষানীতি দিয়ে শিক্ষাকে কিভাবে বাণিজ্যিকরণ করা যায় তার উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্য সরকার উচ্চ শিক্ষার ক্ষেত্রে নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এর বিরোধিতা করে আজকের কর্মসূচি বলে জানান সন্দীপন দেব। এদিন উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাবিদরা।