স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : বিরোধী দলের কর্মীর বাড়িতে নিক্ষেপ তাজা বোমা। ঘটনা উদয়পুর রাজারবাগ এলাকার দীপঙ্কর দাসের বাড়িতে। ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনার বিবরণের জানা যায়, উদয়পুর রাজারবাগ এলাকার দীপঙ্কর দাসের বাড়িতে শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। তবে বোমা বিস্ফোরণ না হলেও আতঙ্কে রয়েছে পরিবারটি।
এদিকে পরিবার সূত্রের জানা যায়, দীপঙ্কর দাস ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে বাড়ির ছাড়া হয়ে রয়েছে। এদিকে ধারণা করা হচ্ছে বিরোধী দল করা অপরাধেই এ বোমা নিক্ষেপ। বোমা দেখে রাধাকিশোর পুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ বোমা উদ্ধারের খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় রাজারবাগের দীপঙ্কর দাসের বাড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান রাধা কিশোর পুর থানার পুলিশ। অপর দিকে বাড়ির সুবর্ণা দাস জানান প্রতিদিনের মতো তার শাশুড়ি মা এবং ছোট মেয়েকে নিয়ে রাতে খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। তিনি ধারণা করছেন দেওয়াল টপকে বোমা নিক্ষেপ করেছে। বোমা নিক্ষেপের ঘটনায় গোটা পরিবার এবং এলাকাবাসী আতঙ্কেই রয়েছে। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা এটি পেট্রোল বোমা হতে পারে।