স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম গণেশ সরকার ওরফে টিঙ্কু। ঘটনা খোয়াই থানাধীন মধ্য সিঙ্গিছড়া ২০৮ বি জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে গণেশ সরকার দুই নং বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ২০৮ বি জাতীয় সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে একটি বাইক গণেশ সরকারকে সজোরে ধাক্কা দেয়।
এতেই গণেশ সরকার রাস্তার উপর ছিটকে পড়ে। ফলে গণেশ সরকার মুখে এবং মাথায় আঘাত লাগে। ঘটনায় স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে গণেশ সরকারকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কূলে ঢলে পড়েন। অন্যদিকে অভিযুক্ত বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। পুড়িয়ে দেওয়া হয় বাইকটি। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, ছোট ছোট ছেলেরা প্রতিদিন একশো অধিক গতিতে এ রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করে। প্রশাসনের কোন নজর নেই। ফোনে অকালে ঝরে গেল গনেশ সরকার নামে যুবকের প্রাণ। এই জাতীয় সড়কে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে জানায় স্থানীয়রা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।