স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : ১৯৭৫ সালে ২৫ জুন কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার থাকাকালীন সময়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তৎকালীন সরকারের এই সিদ্ধান্তকে কালো দিবস হিসেবে পালন করলো রবিবার ভারতীয় জনতা পার্টি দলের আর কে পুর মন্ডল।
এই দিন কালো দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের প্রদেশ কমিটির সদস্য সমীর চক্রবর্তী, গোমতী জেলা কিষাণ মোর্চার সভাপতি সহ অন্যান্যরা। আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস জানান, ১৯৭৫ সালে আজকের দিনে কেন্দ্রের কংগ্রেস সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য জরুরি অবস্থা ঘোষনা করেছিল। যার ফলে সমাজে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়, বাদ যায়নি সংবাদ মাধ্যম থেকে শুরু করে বুদ্ধিজীবীদের প্রতিবাদ করার ক্ষমতাও। এর প্রতিবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি।