স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : বাড়ির সীমানার দেওয়াল ভেঙে পড়ে গুরুতর আহত শিক্ষক। ঘটনা রবিবার শান্তিরবাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায়। আহত শিক্ষকের নাম রূপন সওদাগর। বাড়ির লোকজনদের কাছ থেকে জানা যায় এদিন রূপন নিজ বাড়িতে কাজ করার সময় পাকা দেওয়াল তার উপর ভেঙে পড়ে। এলাকাবাসী বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখতে পায় ভেঙ্গে পড়া দেওয়ালের নিচে কাতরাচ্ছে রূপন।
খবর দেওয়া হয় দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রুপনকে উদ্ধার করে অটো দিয়ে নিয়ে যাওয়া হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রূপন। বাড়ির লোকদের কাছ থেকে আরো জানা গেছে সে গত দুই তিন বছর আগে শিক্ষকতা চাকরি পেয়েছেন। রবিবার ছুটির দিন হওয়ায় বাড়িতে এসে কাজ করছিল। এরই মধ্যে এই বিপত্তি। কান্নায় ভেঙে পড়ে বাড়ির লোকজনেরা।