স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : গত ২৩ জুন আইপিএফটি এক্সিকিউটিভ কমিটি এবং এর শাখা সংগঠনগুলির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরহিত্য করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২৩ আগস্ট তিপরাল্যান্ড এবং হাই লেভেল মোডালেটি কমিটির রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে দিল্লি অভিযান করা হবে। রবিবার দুপুরে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার সরকারি আবাসনে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেন আই পি এফ টি -র মুখপাত্র অমিত দেববর্মা।
তিনি বলেন, দেড়শো থেকে ২০০ জন কর্মী নিয়ে দিল্লি যাবে। এবং দিল্লির যন্তর মন্তরে তিপরাল্যান্ডের দাবি একদিনের জন্য ধর্নায় বসবে আইপিএফটি। আরো বলেন, রোমান হরফে ককবরক ভাষার সাম্প্রতিক আন্দোলন এবং তার সমাধানের দাবি নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে স্থায়ী সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শনিবার দাবি সনদ তুলে দেওয়ার হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে বলা হয়েছে যেহেতু ককবরক ভাষা আগে থেকে রাজ্যে স্বীকৃতি পেয়েছে তাই এই নিয়মে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী বক্তব্য শুনে অত্যন্ত খুশি হয়েছেন। কিভাবে এর স্থায়ী সমাধান করা যায় সে বিষয়ে পথ দেখবেন বলে আশ্বস্ত করেছেন। কিন্তু বিরোধীরা স্থায়ী সমাধানের বিষয়টির পথ না দেখিয়ে আন্দোলন করছে। এই বিষয়েও তুলে ধরেন তিনি।