স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : বড় বড় কোম্পানির অনলাইন ব্যবসায় মার খাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দোকানিরা। অভিযোগ অনলাইনে কম দামে জিনিস বিক্রি করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের প্রায় ৪ কোটির মতো দোকানি। তাদের রুটিরুজিতে সমস্যা হচ্ছে।
এনিয়ে সরব নর্থ- ইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন। রবিবার সংগঠনের ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবে হয় এক দিবসীয় সভা। এতে উপস্থিত ছিলেন ক্লাবে নর্থ ইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি তথা সর্বভারতীয় সহ- সভাপতি বিজয় কুমার গুপ্তা সহ সংগঠনের রাজ্য নেতৃত্ব। সর্বভারতীয় নেতৃত্ব দাবি জানান, ৪ কোটি দোকানি বেরোজগার হয়ে গেলে নিশ্চিতভাবে সমস্যা তৈরি হবে দেশে। এই সমস্যা সমাধানের জন্য অনলাইন ব্যবসার জন্য একটি ব্যবস্থাপনা নিয়ে আসার দাবি জানান।