স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : শুক্রবার রাতে মোহনপুর তারানগর জাতীয় সড়কে যান দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের। মৃতদের নাম সেন্টু দেবনাথ এবং পিঙ্কু ঘোষ।
তারা বাইক চেপে এদিন রাতের বেলা বাড়ি ফিরছিলেন। সে সময় একটি মারুতি গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ এসে গাড়ি ও বাইক আটক করে থানায় নিয়ে যায়। গাড়ির নম্বর টি আর ০১ জে ২৯১৩ । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।