স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : মানসিকভাবে ছাত্রীর উপর যৌন হেনস্তার অভিযোগে দিনভর উত্তাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত সাধারণ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই এদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটোকে বিক্ষোভে সামিল হয়। অভিযোগ সম্প্রতি ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ভূপেশ দেববর্মা এক ছাত্রীকে মানসিক ভাবে যৌন হেনস্থা করেছে। ঘটনার দিন এবং ঘটনার পরের দিন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ বিশ্ব বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে অভিযুক্ত সহকারী অধ্যাপককে বরখাস্তের দাবিতে।
কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত সহকারী অধ্যাপকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার পুনঃরায় আন্দোলনে সামিল হয় অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্র-ছাত্রীরা। এইদিন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্র-ছাত্রীরা ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। দাবি জানানো হয় অভিযুক্ত সহকারি অধ্যাপক ভূপেশ দেববর্মাকে অতিসত্বর বরখাস্তের। অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সমর্থিত এক ছাত্র জানায় ঘটনার পর বিষয়টি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গোচরে নিয়ে যাওয়া হয়েছে। এবং অভিযুক্ত সহকারি অধ্যাপককে বরখাস্তের দাবি জানানো হয়।
কিন্তু দুইদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযুক্ত সহকারি অধ্যাপক প্রতিদিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করাতে যাচ্ছেন। তাই এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছে। পরবর্তী সময়ে এই আন্দোলন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে এগিয়ে যায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে। সেখানেও বিক্ষোভ দেখায় তারা। ছুটে যান অন্যান্য অধ্যাপকরা। তাদের সামনেও বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীরা। এদিকে দুদিন পর লক্ষ্য করা গেছে মহিলা কমিশনের চেয়ারপার্সনকেও। মহিলা কমিশনের চেয়ারপারসনও যান উপাচার্যের সাথে দেখা করতে। এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী জানান।