Tuesday, March 18, 2025
বাড়িরাজ্যআগামী দু বছরের মধ্যে ১৫৭ কিলোমিটার এস টি লাইন আন্ডার গ্রাউন্ড করা...

আগামী দু বছরের মধ্যে ১৫৭ কিলোমিটার এস টি লাইন আন্ডার গ্রাউন্ড করা হবে : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা ২২ জুন: বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে আগরতলা শহরে আন্ডার গ্রাউন্ড ক্যাবল লাইন করার। ২০১২ সাল থেকে শুরু হয়েছে আন্ডারগ্রাউন্ডের কাজ। ২০১৮ সাল পর্যন্ত হয়েছিল মাত্র ৬০ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড করা হয়। আর ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত হয়েছে ১৮৪ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড। এই কাজগুলি হয়েছে আগরতলা শহরের বড়দোয়ালি, রামনগর, ইন্দ্রনগর, যোগেন্দ্রনগর, দুর্জয় নগর, বাধারঘাট, অরুন্ধতী নগর এলাকায়।

মানুষের দুর্ভোগ যাতে পোহাতে না হয় তার জন্য এশিয়ান ডেভিলাপমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতার আরো ১৭৪ কিলোমিটার এস টি এবং ১৫ কিলোমিটার এল টি মিলিয়ে সর্বমোট ১৮৯ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবল বসানোর কাজ শুরু হয়ে গেছে। এর মধ্যে ১৩৯ কিলোমিটার বসানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে। বাকি ৫০ কিলোমিটার জন্য খুব দ্রুত বরাত দেওয়া হবে। এই কাজগুলি হবে আগরতলা দক্ষিণাঞ্চল, কুঞ্জবন টাউনশিপ, ক্যাপিটাল কমপ্লেক্স, রবীন্দ্র পল্লী, উমাকান্ত মাঠ এলাকায়। আগামী দু বছরের মধ্যে এই কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এমনকি স্মার্ট সিটিও ২৩ কিলোমিটার আন্ডার গ্রাউন্ড ক্যাবলের পরিকল্পনা নিয়েছে। তাহলে আগরতলা শহরে মোট ১৫৭ কিলোমিটার এস টি এবং ৮৫৪ কিলোমিটার এল টি লাইন রয়েছে।

 আগামী দু বছরের মধ্যে ১৫৭ কিলোমিটার এস টি আন্ডার গ্রাউন্ড করে ফেলা হবে। তিনি আরো জানান বিদ্যুৎ ৪০০ কেভি পর্যন্ত চিন্তা করা হচ্ছে।আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান বিদ্যুতের ব্যবহার বেড়েছে। তাই রাজ্যবাসীর উদ্দেশ্যে গত ৭ জুন সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছিল যদি ভোক্তারা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে থাকে তাহলে তারা যাতে বিদ্যুৎ নিগমকে এ বিষয়ে অবগত করেন। নাহলে এলাকায় বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হওয়ার সম্ভাবনা থাকবে। এ বিষয়ে অবগত করার পর আগরতলা শহরে ৩৯৫ জন বিদ্যুৎ দপ্তরে পিটিশন দেন। সাথে সাথে ৩২৬ জনের জন্য শক্ত বিদ্যুতিক পরিবাহী তার সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৩২৬ জনের জন্য বিদ্যুতিক ব্যবস্থার রেগুলাইজ করতে গিয়ে দেখা গেছে ১৮ লক্ষ ৫৪ হাজার টাকা এডিশনাল সিকিউরিটি মানি পাওয়া গেছে। একইভাবে জিরানিয়া মহকুমাতে পাঁচজন বিদ্যুৎ নিগমকে ওভারলোডের কথা জানিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের বিদ্যুতিক ব্যবস্থার করা হয়েছে। এর জন্য ৩ লক্ষ ৮৬ হাজার টাকা এডিশনাল সিকিউরিটি মানি পাওয়া গেছে বলে জানান মন্ত্রী শ্রী নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য