Monday, March 24, 2025
বাড়িরাজ্যহাসপাতালে আসতে বিলম্ব করায় ২৪ জন স্বাস্থ্য কর্মীকে রেজিস্টারে অনুপস্থিত

হাসপাতালে আসতে বিলম্ব করায় ২৪ জন স্বাস্থ্য কর্মীকে রেজিস্টারে অনুপস্থিত

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : বৃহস্পতিবার হাসপাতালে আসতে বিলম্ব করায় ২৪ জন স্বাস্থ্য কর্মীকে রেজিস্টারে অনুপস্থিত রেখে দেন সিপাহীজলা জেলা শাসক। এই সাথে ২৪ জন স্বাস্থ্য কর্মীকে হাসপাতালে আসতে কেন বিলম্ব হয়েছে তা লিখিত আকারে জানানোর নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, হাসপাতাল থেকে সরকারি অফিস সর্বত্র সরকারি কর্মচারীদের দৌলতে লাটে উঠছে কর্ম সংস্কৃতি। একাংশ সরকারি কর্মচারী নিজের কর্মস্থলকে বিনোদনের জায়গা ভাবতে শুরু করেছেন। মাসের শেষে তারা মোটা অঙ্কের বেতন পেলেও কাজের বেলায় তাদের অনিহা।

 শুধু তাই নয় তারা যখন খুশি অফিসে আসে, আর যখন খুশি অফিস থেকে বেরিয়ে যায়। এই সকল কর্মচারীর কারনে প্রতিনিয়ত হাসপাতাল থেকে শুরু করে সরকারি অফিস গুলিতে হয়রানীর শিকার হতে হয় সাধারন মানুষকে। সাধারণ মানুষের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন জুটে। অথচ সেই সাধারন মানুষকেই হয়রানীর শিকার হতে হয়। সিপাহীজলা জেলায় সরকারি কর্মচারীদের আরমা আয়াসের দিন শেষ করতে চলেছেন খোদ জেলা শাসক ডঃ বিশাল কুমার। প্রায় প্রতিদিন পালা করে কোন কোন সরকারি অফিসে হানা দিচ্ছেন জেলা শাসক।

 বৃহস্পতিবার জেলা শাসক আচমকা বিশালগড় মহকুমা হাসপাতালে যান। সেখানে গিয়ে দেখতে পান ২৪ জন স্বাস্থ্য কর্মী হাসপাতালে আসতে বিলম্ব করেছে। সাথে সাথে তিনি এই ২৪ জন স্বাস্থ্য কর্মীকে রেজিস্টারে অনুপস্থিত রেখে দেন। একই সাথে তাদেরক হাসপাতালে আসতে কেন বিলম্ব হয়েছে তা লিখিত আকারে জানানোর নির্দেশ দেন। জেলা শাসকের শাস্তির মুখে পড়া এক স্বাস্থ্য কর্মী জানান হাসপাতালে আসতে বিলম্ব হওয়ায় জেলা শাসক ২৪ জন স্বাস্থ্য কর্মীকে অনুপস্থিত রেখে দিয়েছেন। তিনি আরও জানান আগামিদিনে চেষ্টা করবেন সঠিক সময়ে হাসপাতালে আসার। সিপাহীজলা জেলা শাসকের এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এখন দেখার জেলা শাসক এইদিন মহকুমা হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীদের হুশ ফিরে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য