Monday, February 17, 2025
বাড়িরাজ্যউন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র

উন্নয়নমূলক কাজকর্ম পরিদর্শনে গেলেন ডেপুটি মেয়র

স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ২২ জুন : লোকসভা নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হলে আর দশ মাস সময় রয়েছে। কিন্তু এর আগে ডাবল ইঞ্জিন সরকার এবং আগরতলা পুর নিগম কল্পতরু হচ্ছে। মেয়র এবং ডেপুটি মেয়র প্রতিদিন উন্নয়নের পরিকল্পনা ধারাবাহিকভাবে মানুষের কাছে তুলে ধরছেন। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবার।

এদিন আগরতলা পুর নিগমের দক্ষিন জোনের অন্তর্গত ৭ টি ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজ সরজমিনে ঘুরে দেখলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাথে ছিলেন দক্ষিন জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, কাউন্সিলার বাপি দাস, কাউন্সিলার প্রসেনজিৎ লোধ সহ অন্যান্যরা। এইদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুর নিগমে ৪১, ৪২, ৪৮ ,২৬, ২৭,২৮ ও ৩০ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। পরে তিনি এক সাক্ষাৎকারে জানান পি.এম.ওয়াই অজয় স্কিমের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের বিষয়ের উপর ২০২৩-২৪ অর্থ বছরের জন্য বার্ষিক একশন রিপোর্ট জমা দিতে হবে।

 তাই প্রতিটি ওয়ার্ড এলাকায় কি কি পরিকাঠামো উন্নয়ন করতে হবে তা খতিয়ে দেখা হচ্ছে। পুর নিগমের ৪৩ নং ওয়ার্ডের ঋসি দাস পাড়ায় প্রায় ১০ কানির মতো জায়গা রয়েছে। দীর্ঘ দিন ধরে এই জায়গা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই জায়গায় একটি আবাসন নির্মাণ করা হবে। পি.এম.ওয়াই স্কিমের মাধ্যমে আবাসন নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে জানান ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য